মিরাজ যত ভালই বল করুক, শুধু বোলার হিসেবে দেশে পারফেক্ট হলেও, বিদেশে জায়গা ধরে রাখার যৌক্তিক ভিত্তি পাবে না, সেটা বোলিং গড় দেখলেই বোঝা যায়।
তবে মিরাজ প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। লম্বা দৌড়ের ঘোড়া। এখনি তাকে সুযোগ করে দিতে হবে। একজন পরিপূর্ণ অলরাউন্ডার হওয়ার সুযোগ দিতে হবে, দলের দায়ভার তার উপর অনেকটা এটা ভাবানোর সুযোগ দিতে হবে, দলকে সামনে দলনেতা হিসেবে এগিয়ে নেয়ার একজন সে হিসেবে তাকে গড়ার সুযোগ দিতে হবে।
ধোনি আসার আগ পর্যন্ত দিনেশ কার্তিক, পার্তিব প্যাটেল কেউ থিতু হতে না পারায়, সৌরভ গাঙ্গুলী তার দলে একজন ব্যাটসম্যান বাড়ানোর স্বার্থে রাহুল দ্রাবিড়কে উইকেটকিপার হতে বাধ্য করেছিলেন। এতে ভারত সুবিধেই পেয়েছিল।
মিরাজকে মুশফিকের পর ৫ নম্বর পজিশনে খেলিয়ে পরিপূর্ণ অলরাউন্ডার হওয়ার সুযোগ দেয়া উচিত। তার কারণ, উনি অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটসম্যান কাম বোলার অলরাউন্ডার ছিলেন। ৪ নম্বরে দারুণ ব্যাটও করতেন।
তাছাড়া ম্যাশের ভেলকিতে ভারতের বিপক্ষে ওপেনিংয়েও দারুণ ইনিংস খেলেছিলেন।
আর এখনকার মিরাজের পজিশনে একজন পরিপূর্ণ বোলার লেগ স্পিনার খেলানো হোক। দারুণ বৈচিত্র্যময় বাংলাদেশ দল দেশে বিদেশে যে কোন পিচে পাল্লা দিয়ে লড়বে বলে, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়।
