সম্প্রতি ক্রিকেট খেলাটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এছাড়াও নিজ দলের বাইরে যখন বাইরের লীগ গুলো খেলা হয় তখন আরো সেটি মনমুগ্ধকর এক পরিবেশ গড়ে তুলুন সম্প্রতি এ ডেভিড মিলার কে বলা হয়েছিল যে যদি একটি দলের মালিক করে দেওয়া হয় সে ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে কোন দুইটা প্লেয়ার নিবেন তিনি বললেন সাকিব আল হাসান কেননা তাকে বলে ব্যাটিং-ফিল্ডিংকে তিন ফরম্যাটেই অনেক ভাল খেলে থাকেন যার জন্য সাকিব-আল-হাসান আমার প্রথম চয়েজ কেননা সাকিব-আল-হাসান বিশ্বে এমন কোন লিগনেই যে খেলে নাই সাকিব আল হাসানের যেমন অভিজ্ঞতা রয়েছে তেমনি তাদের সাথে এক কাঙ্ক্ষিত মতবেগ দলের জন্য ভুমিকা করে থাকে থাকে।
দ্বিতীয় চয়েজ হচ্ছেন মোস্তাফিজুর রহমান যিনি কিনা বিশ্বের বেশ কয়েকটি লীগ খেলেছেন যেমনটি,সি পি এল,পি এস এল, এস পি এল এ ছাড়াও তার বলিং এর অভিজ্ঞতা অনেকাংশেই বেশি যার জন্য দ্বিতীয় ভূমিকায় তিনি মুস্তাফিজুর রহমান দলের জন্য মনে করেন।
তাছাড়া বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সাকিব-আল-হাসান জিনি কিনা ব্যাটিং-বোলিং তার অভিজ্ঞতার যে মত প্রকাশ করেন সেটি দলের জন্য অনেক বিশাল ভূমিকা পালন করে এছাড়াও মোস্তাফিজুর রহমান যেমন তার বোলিংয়ের গুরুত্বপূর্ণ দিয়ে থাকেন তেমনি ব্যাটিংয়ে মোটামুটি ভালো করে থাকেন এবং বিভিন্ন দলের বা লীগের খেলে সেটার জন্য অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন এই দুই জন বাংলাদেশী।
ডেভিড মিলার মনে করেন একজন ভালো প্লেয়ার হতে গেলে বিভিন্ন দলের সাথে খেললে সেটা অনেক কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও তিনি মনে করেন যে প্রতিটি দেশ প্রতিবছর একটি করে লীগ উপস্থাপন করালে যা বহির্বিশ্বে প্রতিটি খেলোয়ার সেখান থেকে খেলে অনেক অভিজ্ঞতা সম্পন্ন হতে পারে এ ক্ষেত্রে নিজের জন্য ও দলের জন্য ভূমিকা পালন করে।
