চলুন জেনে আসি কেন গাছটিকে না কেটে এই ভাবে সবার সামনে আলোড়ন সৃষ্টি করল

চলুন জেনে আসি কেন গাছটিকে না কেটে এই ভাবে সবার সামনে আলোড়ন সৃষ্টি করল?

সম্প্রতি সামাজিক যোগাযোগের একটি জিনিস ভাইরাল হয় যা সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টি করেছে তেমনি যুক্তরাজ্যের ওয়েলস এর সবচেয়ে উঁচু যে গাছটি ছিল পাইন সম্পত্তি ঝরে সেটি বিধ্বস্ত হয়ে ভেঙে গেছে এবং সেটি অবশেষে কাটা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু কিছু কাঠুরি শিল্প সাইমন রোর্কে গাছটিকে অনুসরণ করে না কেটে সেটাকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য পুরো গাছটিকে এমনভাবে ডিজাইন করে পুরো  হাত কে তুলে ধরেছে যার জন্য সেটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। যে কোনভাবেই গাছ কাটানো যাবে না আমাদের গাছ লাগাতে হবে এবং পরিবেশ বাচাইতে হবে।

আমরা জানি গাছ আমাদের কতটুকু দরকার তাছাড়া গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ যদি আমাদের অক্সিজেন না পেতাম তাহলে আমরা বাঁচতে পারতাম না গাছ অক্সিজেন দেয় এবং কার্বন হিসেবে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে। তাছাড়া গাছ মহামূল্যবান সম্পদ আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন পরিচর্যা করতে পারে তাহলে আমরা এক পর্যায়ে অক্সিজেন এর অভাব অনেকটাই পৃরণ হবে কারণ অক্সিজেন দাঁড়ায় আমরা বেঁচে থাকে এছাড়াও আমাদের একটি জিনিস খেয়াল করতে হবে আমাদের প্রতি বছর এই যে হারে গাছ কাটা হয় সে হারে তার থেকেও বেশি যদি গাছ লাগাতে হবে তাহলে আমরা এই পৃথিবীতে সুন্দর ভাবে জীবন কাটাতে পারব।




Post a Comment

Previous Post Next Post