এই পথ দিয়ে হাটলে ক্লান্তি হবে না।

দক্ষিণ করিয়ার এমন কিছু বৈচিত্র্যময় সৌন্দর্য আছে যা মনমুগ্ধকর করে তোলে।

এ মহাবিশ্বে কত সুন্দর আমরা তা জানিনা কিন্তু যদি আমরা একটু দেখি তাহলে আমরা জানতে পারি যে এই মহাবিশ্বে অনেক সুন্দর তবে বিশ্বের এমন কিছু দেশ আছে যেগুলা সৌন্দর্য অনেক বৈচিত্র্যময় তার মধ্যে দক্ষিণ কোরিয়ার একটি সৌন্দর্যপূর্ণ দেশ। যেখানে পাহাড়-পর্বত রাস্তার দুই ধারে ফুলের বাগান এছাড়াও আরও অনেক বৈচিত্র্যময় সৌন্দর্য বিরাজমান যদি আমরা একটু চারদিকে সুন্দর মনোরম পরিবেশে ফিরে তাকায় তাহলে আমরা দেখতে পারি এ মহাবিশ্বে আসলে অনেক সুন্দর। 

চলুন আজ আমরা দেখে আসি দক্ষিণ কোরিয়ার কিছু সৌন্দর্য নিদর্শন। দুই রাস্তার দুই ধারে সুন্দর ফুলের বাগান বৈচিত্র্যময় গ্রাম দক্ষিণ কোরিয়া। এ দেশ অনেক উন্নত তারপরও যা সুন্দরময় আছে তা দিয়েই মনমুগ্ধকর পরিবেশ আমরা জানি সারা পৃথিবীর মধ্যে সবথেকে সৌন্দর্য হচ্ছে সুইজারল্যান্ড এর পরবর্তীতে অনেক দেশ অবস্থান রয়েছে যা সৌন্দর্য এক বিরামময়। আমরা জানি অনেক সুন্দর পাহাড় আছে সাগর আছে তার থেকেও এমন কিছু নিদর্শন যা চোখে পড়লে অনেক ভালো লাগে।

নিচে দেখে আসি একটা বৈচিত্র্যময় দক্ষিণ



Post a Comment

Previous Post Next Post