আমি কখনো ভাবতেই পারিনি যে আমি সবাইকে টপকে নাম্বার ২ পজিশন এ চলে যাব তবে একটা বিষয় না বললেই নয় আমি আমার সততা পরিশ্রম এবং আমার যতটুকু সম্ভব আমি তা করেছি এক আল্লাহ অশেষ রহমতে আমি আজ দুই নাম্বার পজিশনে তবে আমার মনে হয় শ্রীলঙ্কা সফরে যারা এসেছিল আমি সবাই মোটামুটি একটা ধারণা পেয়ে ছিলাম যে কিভাবে বল করলে বল ডট করা যায় এবং ভালো জায়গায় বল করলে তাদেরকে বিপদে ফেলে তাদের উইকেট কে আমি নিতে পারি।
তবে দলে যারা বড় ভাইরা আছে তামিম ভাই সাকিব ভাই মুশফিক ভাই আমাকে অনেক সাহায্য করেছেন এবং তারা বারবার আমাকে সাপোর্ট করেছে যে ভালো জায়গায় বল করলে এবং ঠিক জায়গায় ডেলিভারি বল করলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবে এবং আমি তাদের কথাগুলো অনুসরণ করে এবং আমার মেধা কে কাজে লাগিয়ে আমি সঠিক জায়গায় বল করে উইকেট পেয়েছি।
আমি যদি মনে করি আমার শত চেষ্টা দিয়ে আমি যতদিন পর্যন্ত ক্রিকেট খেলব ততদিন পর্যন্ত যদি আমি সঠিক ভাবে পরিশ্রম করে ইনশাআল্লাহ আমি ভালো জায়গায় পৌঁছাবে এবং ভালো কিছু করব এবং দলের সাপোর্ট টিম ম্যানেজমেন্টের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এছাড়াও যে বড় ভাইরা রয়েছে তা সাকিব ভাই মুশফিক ভাই এছাড়া আমার দলে অন্তর্বৃত্ত যারা আছেন তারা যদি আমাকে সাপোর্ট করে ইনশাআল্লাহ আমিও দলের জন্য ভালো কিছু করে দিব।
