সিরিজজয়ী ক্রিকেট দলকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অভিনন্দন।

সিরিজজয়ী ক্রিকেট দলকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অভিনন্দন।


শ্রীলংকা ক্রিকেট দলের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।


বাফুফে সভাপতির সঙ্গে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি অন্য সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, স্ট্যান্ডিং কমিটির সব কর্মকর্তাসহ বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক অভিনন্দন জানিয়েছে।


বাফুফে আশা করছে, জয়ের এ ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে আরো সুনাম বৃদ্ধি করবে।


বাংলাদেশ আজ দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১০৩ রানের ব্যবধানে হারিয়েছে। সে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ জিতলো বাংলাদেশ।



Post a Comment

Previous Post Next Post