সময়ই টা যখন বিরজময় চিন্তা ভাবনা তখন ভালোবাসার আবির্ভাব ঘটে. একটা মেয়ে কে ভালো লাগে সময় টা ছিল ২০১৫ সালের প্রথম দিকে তারপর মেয়ে টার সাথে কথা হয়। এক সময় ভেদে আমি মেয়ে টাকে ভালবাসার কথা বলি কিন্তু মেয়ে টা বার বার না করে এমনত অবস্থায় দিন এর পর দিন হাজার বার প্রপ্রোজ করতাম কিন্তু না করতো প্রতিবার। তারপর এক বছর কথা হয় নি একদিন আমাকে ডেকে আমাকে বলে যে আমাকে একদম মন থেকে ভালোবাসতে পারব কিনা,পরে আমাদের দিন এর পর দিন চলে যাই।আজ ২০২১ সাল আমাদের সম্পর্ক আর কিছু দিন পর স্বামী স্ত্রী হব। দীর্ঘ দিন চলার পথের সঙ্গী জীবন আমাদের জীবনের গল্প
Tags:
Life Story
