আমার হাসিটা পাশে থেকে দেখে,,,
তুমি বললে আমি নাকি ভালোই আছি।।।
ভিতরে ভিতরে কষ্টগুলো লুকিয়ে রেখে যদি হাসি মুখে থাকাকে তুমি ভালো থাকা মনে করো তাহলে সত্যিই আমি ভালো আছি,,,,
কিন্তু শুধু বলে যাও লুকিয়ে রাখা নিস্তব্ধ কষ্টগুলো কি মূল্যহীন আমার এই লোক দেখানো হাসির মাঝে,,,
জানো, আমি প্রান খুলে হাসি না তোমার আমার বিচ্ছেদের পরে থেকে আজ অব্দি,,
প্রতিটা সময় আমি কুড়ে কুড়ে মরি এই নিস্তব্ধ কষ্টের মাঝে,,,,
আজ বহুদিন পরে আমি প্রান খুলে হেসেছি তোমার এই কথা শুনে,শুধু পার্থক্য একটাই তখনের হাসিতে চোখে ছিলো ঝলঝল করা খুশি আর এখন আছে অস্রু,,,,,,
Tags:
Poem
